যুক্তরাষ্ট্র দূতাবাসের সিভিল-মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসসি)-এর সহযোগিতায় দুর্ঘটনার পর আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা বিষয়ে ফায়ার সার্ভিস কর্মীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ খুলনায় অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমিতে ‘মেডিকেল ফার্স্ট রেসপন্ডার’ প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের ৩৫ জন সদস্য অংশ নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স বাগেরহাট উপপরিচালক মো. বজলুর রশিদ বলেন, অগ্নিকা , ভবনধসসহ বিভিন্ন দুর্ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, রক্তপাত বন্ধ করা ও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।