প্রত্যাশিত পরিমাণ আয়কর রিটার্ন জমা না হওয়ায় ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়াচ্ছে সরকার। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আজ অনুমোদন হতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা অর্থ উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠিয়েছি। সময় বাড়ানোর ক্ষেত্রে সরকার পজিটিভ।’ এর আগে সরকার দুই দফায় এক মাস করে রিটার্ন জমার সময় বাড়িয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেওয়া যাবে। এর আগে ৩১ ডিসেম্বর ছিল রিটার্ন জমার শেষ সময়। আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।