জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতা-কর্মীরা। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর তুলেই একজন পোষ্য কোটায় ভর্তির সুযোগ পায়। অথচ অন্য সাধারণ শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৈষম্য স্পষ্ট। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে জাবির ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করা হোক। এ সময় একই দাবিতে আগামী তিন দিন গণসংযোগ, পোস্টারিং ও রবিবার থেকে গণ-অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পোষ্য ভর্তি পদ্ধতির বিষয়ে আমরা ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত নেব। প্রয়োজনীয় সংস্কার বা বাতিল সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।