চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে। গতকাল দুপুরে চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য
সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফের প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনা মাচ, বাংলাদেশে এমএসএফের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজার এস এম সিফাত। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসাব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।