ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকালে মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়।
এ সময় মতিউর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ২০০৪ সালে আমি কাস্টমসে থাকাকালীন কাস্টমের অটোমেশন হয়। আমি আওয়ামী লীগ সরকারের সুবিধা নিইনি। বরং আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কর্মকর্তা হিসেবে আমাকে ওএসডি করা হয়। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।