ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ বেলা ১১টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বেলা সাড়ে ১১টায় কলা অনুষদের ডিন অফিসসংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪৯৮ ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ জন।
বিগত বছরগুলোর মতো আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গেল বছরের ৪ নভেম্বর শুরু হয় চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, যা চলে ২৭ নভেম্বর পর্যন্ত। এদিকে, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।