গাউসুল আযম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ওরস শরিফ আজ। এ উপলক্ষে লাখো ভক্তের উপস্থিতিতে মুখর চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার। আজ রাত ১২টায় মিলাদ মাইলফলক ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রসুল হজরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
মাইজভাণ্ডার শরিফ গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই ওরস শরিফ।