ব্রিটিশ নাগরিকের অটোরিকশায় ফেলে যাওয়া হাতব্যাগ খুঁজে দিল কোতোয়ালি থানার পুলিশ। গত মঙ্গলবার সকালের দিকে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে হস্তান্তর করা হয় ওই দিন রাতেই। জানা গেছে, দুই ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪) ব্যাংকে যাওয়ার সময় হাতব্যাগটি অটোরিকশায় রেখে চলে যান। ব্যাগে ছিল দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, ব্যাংকের একটি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাটি শনাক্ত করে ব্যাগটি উদ্ধার করে। করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতেই বাকলিয়া এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্রিটিশ নাগরিকরা থানায় এসে তাদের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা, ব্যাংকের চেক বই, মোবাইল সেট এবং অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়।