তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর প্রেক্ষাপটে সরকার ফ্যাক্ট চেকিং কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নেবে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সংগঠনের সভাপতি হাসান শরীফের নেতৃত্বে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটির নেতারা এতে অংশ নেন। সভায় তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সত্য ও সঠিক তথ্য প্রচারের জন্য মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
ফ্যাক্ট চেকিং প্রক্রিয়া অত্যন্ত কার্যকর হলেও সেটি অনেক সময় মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায় না। মিডিয়া যেন বিভ্রান্তিকর তথ্যের শিকার না হয়, সেদিকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক সরকারের প্রচার-প্রচারণার জন্য প্রোপাগান্ডা সেল থাকে। কিন্তু আমাদের সেগুলোর দরকার নেই। এই সরকারের তথ্য প্রচারের জন্য গণমাধ্যম সবচেয়ে বড় এবং কার্যকর প্ল্যাটফর্ম।
মতবিনিময় সভায় অনলাইন সম্পাদকরা ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রস্তাব দেন। এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাক্ট চেকিং কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে একটি প্রস্তাবনা দিলে তা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।