রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে। ইতোমধ্যেই পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিটি গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। গতকালকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিটির মেয়াদ ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।
নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৩ অক্টোবর। আর সংবিধান সংস্কার কমিশন গঠন হয়েছিল ৬ অক্টোবর। এরই মধ্যে কয়েক দফায় এদের মেয়াদ বাড়ানো হয়েছে।