মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধরার উৎস থেকে যদি সরাসরি বিক্রি পর্যন্ত নিয়ে আসা যায় তাহলে ইলিশের দাম কমানো সম্ভব। মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে এ কাজ করতে হবে। গতকাল রাজধানীর বিএফডিসি ভবনের সামনে হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিনা ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য উপদেষ্টা আরও বলেন, ইলিশ রক্ষার জন্য আমরা নানা উদ্যোগ নিই। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। আমরা বাজারে দাম কমাতে পারি না। ইলিশ মাছ শুধু জাতীয় মাছ না। এর সঙ্গে স্বাদ, রান্না, জীবনযাপন অনেক কিছু জড়িত। ক্রয়সীমার মধ্যে রেখে বাংলাদেশের মানুষের এ মাছ খাওয়ার অধিকার আছে। আমরা উদ্যোগ নিয়েছি। হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারব না। আমরা শুধু এই টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকব না। আরও বেশি কীভাবে মানুষের মাঝে পৌঁছাতে পারি সেই চেষ্টা করব।