বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১৭ বছর ধরে আন্দোলন করেছি, এখনো করছি। স্বৈরাচার হটানোর আন্দোলনে বিএনপির অবদানকে কারও স্বীকৃতি দিতে হবে না। আমাদের স্বীকৃতি জনগণ ভোটের মাধ্যমে দেবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, একজন বলে বছরের শেষেই নির্বাচন। আরেকজন বলে সংস্কার কমিশনের রিপোর্ট পেয়ে কথাবার্তার পরে তারিখ জানানো হবে। আমরা নির্বাচন নিয়ে ধানাই-ফানাই শোনার জন্য আন্দোলন করিনি। স্বৈরাচার হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল- জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। একই সময়ে অশ্বিনী কুমার হলের পাশে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। এ সভায়ও প্রধান অতিথি ছিলেন আবদুল আউয়াল মিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।