রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আজ বিকাল সাড়ে ৪টায় শুরু হচ্ছে ‘এসো সুতোর কাব্য গাঁথি ধ্রুপদী ফোঁড়ে’ শীর্ষক অনুষ্ঠান। তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানের প্রযোজক ডেনিম সলিউশন ও ইয়োরসেলফ অ্যান্ড ইনোভেশন সেন্টার। আয়োজকরা জানান, ফ্যাশন গবেষক নুসরাত জাহান নিপার তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে দেখানো হবে বিখ্যাত গল্প ও উপন্যাসের নায়ক-নায়িকাদের চরিত্র। পোশাক ও রূপসজ্জার মাধ্যমে এ ধরনের প্রয়াস দেশে এটাই প্রথম।
সবচেয়ে বড় অভিনব চরিত্রগুলো রূপায়িত করবেন দর্শকরাই। এ ছাড়া থাকছে গান, কবিতা, উপন্যাসের রোমান্টিক সংলাপ ও নৃত্য পরিবেশন।