মার্কিন বহুজাতিক সমাজে এশিয়ানদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে নিরলসভাবে কর্মরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ফিলিপাইন, নেপালসহ সাতটি দেশের সাত সাংবাদিককে অ্যাওয়ার্ড দিয়েছে ‘ত্রিভেনি টাইমস’ নামক নেপালি একটি পত্রিকা। এ সময় ওই সাত সাংবাদিকের মাঝে কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের কংগ্রেসনাল প্রক্লেমেশন, স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ইস্যুকৃত ‘আন সাঙ হিরো’ সার্টিফিকেট ছাড়াও কুইন্স বরো প্রেসিডেন্টের বিশেষ সম্মাননা সার্টিফিকেটও বিতরণ করা হয়।
গত ১৮ জানুয়ারি নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে ওই অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন বাংলাদেশ প্রতিদিনের লাবলু আনসার, ভারতীয় হারপ্রিত সিং টুর, হ্যালো আমেরিকান টিভির সম্রাট কারকি, দ্য চায়না প্রেসের ইয়োই জিন, পাকিস্তানের দুনিয়া টিভির মঞ্জুর হোসেন, অন্নপূর্ণা মিডিয়া নেটওয়ার্কের মনোজ বাসেত এবং ফিলিপাইনের ড্যাভ লাভেন্স।
‘ত্রিভেনি টাইমস’র প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষে ওই সাতজনকে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন পত্রিকাটির সম্পাদক খাম লাল ভাট্টা এবং নির্বাহী সম্পাদক নবরাজ কেসি।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আবদুল কাদের মিয়া, কুইন্স কমিউনিটি বোর্ড-৩’র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী প্রমুখ।