ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন হয়েছে। গতকাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর। সংগঠনের বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রফিকুল ইসলাম রাসেল। সংগঠনের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার প্রমুখ।বলতে চাই আপনারা যদি বরিশালবাসী স্বপ্ন নিয়ে খেলা করেন তাহলে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও পদত্যাগ করাতে বাধ্য করা হবে।
আমরা আশাকরি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা দক্ষিণাঞ্চলবাসীর পাশে আপনারা থাকবেন এবং তাদের আলাদা মর্যাদা দেবেন। এমন পদক্ষেপ নেবেন না যাতে আপনাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলনে নামতে হয়। বক্তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল না করে জনকল্যাণে দ্রুত বাস্তবায়ন করুন।