নাগরিক জীবনের বাসিন্দাদের কাছে শেকড়ের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ছায়ানট নিয়মিত আয়োজন করে আসছে শ্রোতার আসর। মাসিক নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। রবীন্দ্রনাথের গান দিয়ে সাজানো ছিল এবারের আসর। মাঘের শীতের সন্ধ্যার এই আসরে দ্বৈত পরিবেশনায় ছিলেন শিল্পী অমেয়া প্রতীতি ও ইমতিয়াজ আহমেদ।
অমেয়া প্রতীতি গেয়ে শোনান ‘একই লাবণ্যে পূর্ণ প্রাণ’ ও ‘তুমি কোন কাননের ফুল’। এরপর মঞ্চে আসেন ইমতিয়াজ আহমেদ। তিনি একে একে ১২টি রবীন্দ্রসংগীত গেয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
আসরে তবলায় ছিলেন স্বরূপ হোসেন, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।