‘যুক্তির আলোয় মুক্তির জয়গান’ এ স্লোগান সামনে রেখে প্রথমবারের মতো বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব গতকাল শেষ হয়েছে। উৎসবের শুরুতে জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে উৎসব শুরু হয়। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় জেলার মাধ্যমিক পর্যায়ের ১০০টি স্কুল-মাদরাসার শিক্ষক ছাড়াও ৫ শতাধিক বিতার্কিক অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। বিতর্ক উৎসবে সার্বিক সহায়তা করায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে ক্রেস্ট দেওয়া হয়। তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর সি-এর চিফ সেলস অফিসার মো. শাহ্ জামাল শিকদার ও বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাপরিচালক লায়ন এম আলমগীর, এনডিএফ বিডির কর্মকর্তা মহিদুল ইসলাম, বিতর্ক উৎসব কমিটির আহ্বায়ক এস কে এ হাসিব, সদস্যসচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, ইনজামামুল হক প্রমুখ।
শিক্ষার্থীদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইংলিশ ডিবেট ওয়ার্কশপ ও সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, পুরস্কারসহ উপহারসামগ্রী তুলে দেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর সি-এর চিফ সেলস অফিসার (সিএসও) মো. শাহ্ জামাল শিকদার, বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুর রহমান, যুগ্ম কর কমিশনার মহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম প্রমুখ।