বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক। অনেকেই বিশ্বাস করেছিল এ দানব সরকারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাঁকে বিদায় করেছে। গতকাল রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পত্রিকাটির উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, সম্পাদক মোখলেসুর রহমান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন। শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক সত্য কথা বলেছেন, লিখেছেন তাঁরাও নির্যাতনের শিকার হয়েছেন। জেলজুলুমের শিকার হয়েছেন। বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, যার কারণে জেলজুলুমের শিকার হয়েছেন।
তেমন সাংবাদিকরা সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন।