রংপুরের কাউনিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। ঘটনাটি ঘটেছে শহীদবাগ ইউনিয়নের শাব্দী গ্রামে। এদিকে, কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় নিহতের বড় ছেলে রায়হান ইসলাম একটি হত্যা মামলা করেছেন। এজাহারনামীয় এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় শহিদুল ইসলাম বিরোধী জমিতে ভেপু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এ সময় আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে শহিদুল ও তার লোকজন আমজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা করে। গুরুতর আহত আমজাদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর রাতে তিনি মারা যান।