রাজধানীর মতিঝিল থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত ১৫ মামলায় সাজাপ্রাপ্ত ও ৪৫ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গত ১২ জানুয়ারি রাতে মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানা সূত্রে জানা যায়, হারুনুর রশিদ চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানার বেশ কিছু মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চট্টগ্রামের ডবলমুরিং থানার আটটি ও হালিশহর থানার সাতটি মামলায় সাজাপ্রাপ্ত এবং ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় আত্মগোপনে ছিলেন।
তাকে গ্রেপ্তার করার জন্য ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানায় চিঠি পাঠালে তারা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিলকুশা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।