জনপ্রশাসন সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ৯ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন গঠনের প্রজ্ঞাপনে কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়। পরে এক দফা সময় বাড়িয়ে আজ ১৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ছিল।
এখন ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে কমিশন। এর আগে সময় বৃদ্ধি চেয়ে চিঠি দিয়েছিলেন কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়ে সহযোগিতা চান তিনি।