বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ‘ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির রাজশাহী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বাংলাদেশ প্রতিদিন ‘১৯ কোটি টাকার কাজ বিক্রি করে দিলেন পিডি’ শিরোনামে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এর পরই গতকাল দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে আমির হোসাইন বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য সাইফুর রহমান হিরোক জানান, দরপত্র, গভীর নলকূপের অপারেটর নিয়োগসংক্রান্ত বিষয়ে সবার পরামর্শ নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেটি করেনি।