দিনাজপুর-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলায় ইকবালুর রহিমের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ইকবালুর রহিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে আয়ের বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬২০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ-দখলে রাখেন।
এ ছাড়া তার নিজের নামে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ মামলার তদন্তকালে আর কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও আইনামলে আনা হবে।