ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক-অরাজনৈতিক পক্ষগুলোর মাঝে মৌলিক ঐকমত্য প্রতিষ্ঠা করে জাতিগত ঐক্য নিশ্চিত করাসহ নয় দফা প্রস্তাবনা দিয়েছে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোট। জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে খোলা চিঠি আকারে এ প্রস্তাবনা পৌঁছে দেন।
জোটের ১৫ দফার মধ্যে রয়েছে- রাষ্ট্র ও প্রশাসনের সব সামরিক-বেসামরিক সেক্টর থেকে পতিত স্বৈরাচারের দোসরদের অতি দ্রুত অপসারণ, অতি দ্রুত জুলাই-আগস্টের গণহত্যার বিচার নিশ্চিতকরণ, পতিত ফ্যাসিবাদী শক্তিকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের সব রাষ্ট্রীয় ও রাজনৈতিক পাঁয়তারা বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। এ বিষয়ে সাইদুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ন্যায় একজন বিশ্ব নন্দিত ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করা। প্রস্তাবনাগুলো দ্রুত আমলে নিয়ে আমাদের একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাবেন বলে দৃঢ়ভাবে আশাবাদী।