টঙ্গীর ইজতেমা ময়দানে গত ১৮ ডিসেম্বর তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকায় অবস্থিত কয়েক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক নাজিমউদ্দীন ভূঁইয়া লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি তাবলিগের বিবদমান সমস্যা সমাধানে ৯ দফা প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে দুই পক্ষকে সমান সুবিধা দেওয়ার পাশাপাশি পূর্বঘোষিত তারিখ (৭-৯ ফেব্রুয়ারি) অনুযায়ী মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মনিরুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. শফিউল বারি এবং সহযোগী অধ্যাপক ড. সুলতান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এন এম আসাদুজ্জামান ফকির।