জনগণের ভোটাধিকার আদায়ের লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। দেশে নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। গতকাল বিকাল ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর হাইস্কুলে মাঠে ২ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে।
সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। যারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় ৫ আগস্ট (২০২৪ সাল) দেশ স্বাধীন হয়েছে। যারা ’৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা দেশদ্রোহী। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়ার আয়োজনে ও সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ জমিদার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব কাজল, আশফাক আহমেদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।