রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম। বহিরাগতদের নিয়ে প্রশাসনকে জিম্মির সঙ্গে জড়িতদের শাস্তিও চান তিনি। শুক্রবার নিজের ফেসবুকে এ দাবি জানান এই অধ্যাপক। জানতে চাইলে ড. সাইফুল বলেন, ‘এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। প্রশাসনে কোন স্বৈরাচার বসেনি যে তাদের ১২ ঘণ্টা জিম্মি করে, বয়স্ক মানুষদের অপদস্থ করে দাবি আদায় করতে হবে। কোটা নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু বহিরাগতদের নিয়ে এভাবে জিম্মি করে দাবি আদায়ের সঙ্গে জড়িতদের বিচার চাই। বিশ্ববিদ্যালয় একটি পরিবার। প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদেরও নিরাপত্তা নিশ্চিত করা।
সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু পদত্যাগের ঘোষণা দিয়েছি।’