প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতাসহ প্রতিকূল পরিস্থিতির কারণে প্রায় এক বছর নানা সংকটে ছিলেন সিলেটের নারী উদ্যোক্তারা। তা কাটিয়ে তারা এখন নতুন সম্ভাবনা দেখছেন।
প্রায় এক দশকে সিলেটে নারী উদ্যোক্তাদের প্রসার ঘটেছে। একসময় তাদের সংখ্যা হাতেগোনা থাকলেও এখন কয়েক শ। কুটিশিল্প, বিউটি পারলার, হোমমেড ফুড ডেলিভারি ও অনলাইন বিজনেসসহ বিভিন্ন ব্যবসায় বেশ দাপট দেখাচ্ছেন তারা। নারী উদ্যোক্তারা বড় ধাক্কা খান করোনার সময়। এরপর সর্বস্বান্ত হন ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়। এরপর ২০২৪ সালের জুলাই থেকে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে টিকে থাকার যুুদ্ধে নামেন। নভেম্বর থেকে নগরীর বিভিন্ন পার্টি সেন্টারে ৩-৪ দিনের মেলা ও প্রদর্শনীর আয়োজন শুরু হয়। মাসে এ রকম ২-৩টি মেলার আয়োজন করা হচ্ছে। ঈদুল ফিতর পর্যন্ত মেলা ও প্রদর্শনীর তারিখ ইতোমধ্যে ঘোষণা করেছে বিভিন্ন অনলাইন এক্টিভিস্ট বিজনেস গ্রুপ। জানা গেছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আম্বরখানা ইউনিমার্টে মেলার আয়োজন করেছে সিলেট এক্সপ্লোর নামে একটি অনলাইন বিজনেস এক্টিভিস্ট গ্রুপ। ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দরগাগেটে হোটেল স্টার প্যাসিফিকে, ১ থেকে ৩ ফেব্রুয়ারি নয়াসড়কের ক্রিস্টাল প্যালেসে, ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি নাইওরপুলে হোটেল প্যারাডাইস ইনে ও ২০ থেকে ২৩ মার্চ কুমারপাড়ায় ক্রাউন পার্ক হোটেলে মেলার আয়োজন করা হয়েছে।
ঈদের আগ পর্যন্ত আরও কয়েকটি স্থানে ৩-৪ দিনের কয়েকটি মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লুবানা ইয়াসমিন জানান, নারী উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সরকারি সহযোগিতা ও পরিস্থিতি অনুকূলে থাকলে হয়তো তারা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন।