রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. সেলিম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পল্লবী মিরপুর ১১ সাংবাদিক কলোনির পাশে অবদা বিল্ডিংয়ের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সেলিম পল্লবীর স্থায়ী বাসিন্দা গোলাম মোহাম্মদের ছেলে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ