রাজধানীর কামরাঙ্গীরচর রাস্তা থেকে আব্দুল মজিদ (৬২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পূর্ব রসুলপুরের ৪ নম্বর গলির মনির মোল্লার দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মুখ দিয়ে ফেনা নির্গত হচ্ছিল বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন।
তবে কীভাবে, কী কারণে তিনি ওই অবস্থায় পড়ে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই রাকিব হোসাইন বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
আব্দুল মজিদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ১ নম্বর গলিতে বসবাস করতেন।
বিডি প্রতিদিন/আশিক