জুলাই বিপ্লবে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়।
জুলাই বিপ্লবে আহতদের উন্নত মানের চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেলো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য।
যে ৬ জনকে পাঠানো হলো তাদের মধ্যে সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন- মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। এ তিনজনই গুলিতে আহত হন।
মোহাম্মদ ইসরাফিল বাম হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে করে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হচ্ছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এ অবস্থায় অপারেশনের জন্য তাকে পাঠানো হচ্ছে। আর হাফিজুর রহমান হাবিবের পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ