ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রফিকুল ইসলাম রাসেল।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজিসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়ছে, সেইসাথে পর্যাপ্ত সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীতকরণ কার্যক্রম বাতিল হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশার কোনো শেষ থাকবে না। কারণ একটি অঞ্চলের উন্নতি নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার ওপর।
বক্তারা বলেন, আমরা এ দেশের মানুষের অধিকার আদায়ে যুগের পর যুগ লড়াই করেছি, কিন্তু পিছুপা হয়নি, প্রয়োজনে রক্ত দিয়ে যুদ্ধ করেছি। আমরা উপদেষ্টাদের বলতে চাই আপনারা যদি বরিশালবাসী তথা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা করেন তাহলে ফ্যাসিস্টদের মতো আপনাদেরও পদত্যাগ করাতে বাধ্য করা হবে। আমরা আশা করি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা দক্ষিণাঞ্চলবাসীর পাশে আপনারা থাকবেন এবং তাদের আলাদা মর্যাদা দিবেন। এমন পদক্ষেপ নিবেন না, যাতে আপনাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলনে নামতে হয়।
বক্তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল না করে জনকল্যাণে দ্রুত বাস্তবায়ন করুন।
বিডি প্রতিদিন/এমআই