নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ আলম সীমান্ত হত্যায় বাবু ওরফে চান্দি বাবু (৩৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সকালে ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেই সাথে এদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে সীমান্ত হত্যায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, সীমান্ত হত্যায় বাবু ওরফে চান্দি বাবু নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে এই ঘটনার অন্যতম মূল হোতা।
এর আগে গত ১৭ ডিসেম্বর সীমান্ত হত্যার ঘটনায় অনিক (২৮) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করা হয়। সেই সাথে গত ১৮ ডিসেম্বর আকাশ ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তারা আদালতে জবানবন্দী দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত।
বিডি প্রতিদিন/হিমেল