চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টায় ওই ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফয়সাল স্থানীয় বিআরসি আইডিয়াল কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ছিল।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সামশুল আলম জানান, রাত দেড়টার দিকে রান্নাঘরের চুলা থেকে ওই বাড়ির একটি বসতঘরে আগুন লাগে। পরে এই আগুন মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশের আরেকটি পাকা বাড়ির দ্বিতল ভবনে ফয়সাল নামে শিশুটি আগুনের তাপ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে গুরতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই