বিষখালী ও বলেশ্বর নদীসহ খাল-বিলে পোনা মাছ নিধন বন্ধে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরভার ১ নম্বর ওয়ার্ডে বিষখালী নদীর পাড়ে উত্তরন আবাসনে উঠান বৈঠকের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী সামাজিক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলা শাখার বন্ধুরা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন বন্ধে কাজ করে যাচ্ছেন। নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্য সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বিরাট অন্তরায়। পাথরঘাটায় জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলেরা বলেন, একসময় নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করা হতো। এখন আমাদের সচেতনতা বৃদ্ধি হওয়ায় আস্তে আস্তে কমে আসছে। তবে এখনো ধরা হচ্ছে, যা অব্যাহত থাকলে দেশীয় ও সামুদ্রিক মাছ বিলুপ্ত হবে।
এ সময় উত্তরন আবাসনের সভাপতি আ. ছোবাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠে’র পাথরঘাটা প্রতিনিধি মির্জা শহিদুল ইসলাম খালেদ, উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মেহেদী শিকদার, দৃষ্টি মানব কল্যাণ সংস্থার সভাপতি সোহাগ আকন প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ