রাস্তায় শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপদে গন্তব্যে যেতে নিরলসভাবে কাজ করেন ট্র্যাফিক পুলিশ সদস্যরা। তীব্র গরমে কিংবা বৃষ্টিতেও তাদের এ দায়িত্ব পালন করতে হয়। প্রকৃতিতে উঁকি দিচ্ছে গরম। তার মাঝেও চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মুবিনসহ অন্যরা।
এই গরমে তাদের দায়িত্ব পালনে একটি স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার উদ্যোগে সেই ট্র্যাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আলী, সদস্য আমীর খসরুসহ অন্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘের ছাতা পেয়ে ট্র্যাফিক পুলিশ সদস্য মুবিন বলেন, 'শীত শেষে গরমের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোদ হোক বৃষ্টি হোক আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ ছাতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা বড় পাওয়া। আমাদের কথা ক' জনে আর চিন্তা করে। অনেক কষ্টের চাকরি, এখানে এসে না দাঁড়ালে কেউ উপলব্ধি করতে পারবে না। পরিশেষে বসুন্ধরা শুভসংঘের সমৃদ্ধি কামনা করেন।'
এ সময় বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, বসুন্ধরা শুভসংঘের উপহার নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজের খুব ভালো লাগছে। ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করা খুব কষ্টসাধ্য একটা কাজ। সেতু এলাকার মোড়ে প্রতিনিয়ত গাড়ির তীব্র যানজট থাকে তাদের বসার কোনো সুযোগ নেই। তাদের এ-ই কষ্টে একটু পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, 'গত এক যুগ ধরে শুভসংঘের মাধ্যমে অসংখ্য ভালো করতে পেরেছি। তাই আল্লাহ তা'আলার কাছে শোকরিয়া জ্ঞাপন করি। ভাল কাজ গুলো করতে পেরেছি বসুন্ধরা গ্রুপের জন্য। গ্রুপ যদি সাড়া বাংলাদেশ ব্যাপক সাহায্য সহযোগিতা না করতো আমাদের ভালো কাজ গুলো করা কখনো সম্ভব হতো না। বসুন্ধরা গ্রুপ যে মাটি মানুষের কথা চিন্তা করে এর একটা বড় উদাহরণ হচ্ছে শুভসংঘ।'
বিডি প্রতিদিন/মুসা