ইদ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। সবাই যখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠে, তখনো সমাজের বিভিন্ন কর্মরত মানুষ দায়িত্ব পালন করেন। তাদের কখনো স্বেচ্ছায়, আবার কখনো বাধ্য হয়ে কাজ করতে হয়। তাই ইদ আনন্দ থেকে অনেক সময় এসব মানুষকে বঞ্চিত থাকতে হয়। বিশেষ করে, নৈশ প্রহরীরা দিন-রাত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। অথচ তাদের জন্য উৎসবের মুহূর্তগুলো যেন একরকম অনিশ্চিতই থেকে যায়।
বিষয়টি চিন্তা করে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সন্ধ্যায় তাদের হাতে এই ঈদ উপহারসামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান ও দফতর সম্পাদক নাঈম হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমামুল হোসাইন আকন্দ বলেছেন, ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই নৈশ প্রহরীদের মাঝে আমাদের সামান্য কিন্তু অফুরন্ত ভালোবাসাময় এ উপহার। আশা করি উপহার সামগ্রী দায়িত্বশীল ওই মানুষগুলোকে ঈদের আনন্দ উপভোগ করতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি আমাদের দৃষ্টিভঙ্গিই সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে।
বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল আহমেদ বলেন, আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ বাস্তবায়ন করতে। বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরীরা আমাদের সুরক্ষা নিশ্চিত করেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সার্বিক সহায়তা ও নির্দেশনা মোতাবেক আমরা এই সুন্দর আয়োজনটি করতে পেরেছি। সামনে আরও সুন্দর আয়োজন করব ইনশাআল্লাহ।
বসুন্ধরা শুভসংঘের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন নৈশ প্রহরীরা। তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/কেএ