মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতার পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুর রশিদ, বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক গাজী শরীফ, সেলিম রেজা, কার্যকরী সদস্য নুরে আলম মাসুম, তারিকুল ইসলাম, আল নোমান প্রমুখ।
ইফতারের পূর্বে ফিলিস্তিনের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহ, দেশবাসী এবং বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আশিক