ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে শহরের আলীপুর পৌর গোরস্তানের সামনে শতাধিক দরিদ্র ছিন্নমূল রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হারুনুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনস স্কুলের শিক্ষক এহসানুল হক মিয়া, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানাসহ শুভসংঘের সদস্যরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ