জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র চায়, টিকটক কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি হোক। এ নিয়ে তিনি চীনের সঙ্গে আলোচনায় রয়েছেন।
গত বুধবার, প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ তথ্য জানান।
উল্লেখ্য, টিকটকের ওপর যুক্তরাষ্ট্রে আগে থেকেই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ট্রাম্প এ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেন। বর্তমানে ৫ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞার স্থগিতাদেশ বহাল থাকবে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক