টিকটক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে প্রথমবারের মতো ঢাকায় ডিজিটাল সেফটি সামিট বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ এবং দায়িত্বশীল অনলাইন পরিবেশ তৈরির লক্ষ্যে সোমবার এই সেফটি সামিট অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং কনটেন্ট ক্রিয়েটররা।
বাংলাদেশের তরুণদের জন্য ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। অনলাইন নিরাপত্তা, ডিজিটাল সাক্ষরতা, ভুল তথ্য মোকাবিলা এবং সঠিক ডিজিটাল অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনসের প্রধান ফেরদৌস আল মুত্তাকিন ডিজিটাল সুরক্ষার গুরুত্ব এবং এ বিষয়ে টিকটকের ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়া প্যানেল আলোচনায় সরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সাররা অনলাইন নিরাপত্তা, দায়িত্বশীল কনটেন্ট তৈরি এবং সাইবার হুমকি মোকাবিলার কৌশল সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। সামিটে টিকটকের সর্বশেষ নিরাপত্তা বা সেফটি ফিচার, শিক্ষামূলক উদ্যোগ এবং বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিটিআরসির সাথে টিকটকের কার্যক্রমও তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এমআই