মোবাইল স্টোরেজের ভবিষ্যৎ কি? কত গিগাবাইট কিংবা কত ট্যারাবাইট পর্যন্ত স্টোরেজ হবে তা নিয়ে চলছিলো বিস্তর আলোচনা। তবে এই আলোচনায় এবার মনে হয় ফুলস্টপ দেয়ার সময় এসে গেছে। দেখতে ক্ষুদ্র তবে শক্তিশালী একটি ডিভাইস প্লাংক (Planck)। যেটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট এসএসডি। যা সরাসরি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
ইয়াংকো ডিজাইনের এক প্রতিবেদনে জানা গেছে, এই এসএসডি ১০৫০ মেগাবাইট প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে সক্ষম, এবং ২ ট্যারাবাইট পর্যন্ত পর্যন্ত বিশাল স্টোরেজ সুবিধা দিচ্ছে, যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও মোবাইল ফিল্মমেকারদের স্বপ্ন পূরণ হতে চলেছে।
এই এসএসডি-এর এনভিএমই চিপ দিয়ে দীর্ঘ সময় রেকর্ডিং করার পরেও ভিডিও রেকর্ডিং এ স্থিতি পারফরম্যান্স দেবে বলে জানা গেছে। এছাড়াও উন্নত তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি (থার্মাল প্যাড ও হিটসিঙ্ক) এটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে, ফলে এটি উচ্চ চাপের কাজেও দুর্দান্তভাবে কাজ করতে পারে। ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফার স্পিড নিশ্চিত করবে দ্রুত বড় ফাইল স্থানান্তরের সুবিধা।
আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা
আইফোন ১৫ প্রো ও তার পরবর্তী মডেলগুলোর জন্য প্লাংক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই এসএসডি সরাসরি এপল প্রো রেস ৪কে রেজ্যুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবে, যা মোবাইল ফিল্মমেকারদের জন্য এক যুগান্তকারী উদ্ভাবন।
তথ্যসূত্র: ইয়াংকো ডিজাইন
বিডি প্রতিদিন/আশিক