সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, মাইক্রোসফট টিকটক অধিগ্রহণের জন্য আলোচনা করছে এবং তিনি অ্যাপটির জন্য একটি দরপত্র লড়াইয়ে দেখতে চান।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। চীনা ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্প পূর্বে বলেছিলেন, তিনি টিকটক কেনার বিষয়ে বেশ কয়েকটি পক্ষের সাথে আলোচনা করছেন। আগামী ৩০ দিনের মধ্যে অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশা করছেন।
প্রায় ১৭০ মিলিয়ন আমেরিকান ব্যবহারকারীর অ্যাপটি ১৯ জানুয়ারী যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছিলো।
২০ জানুয়ারী ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ফলে টিকটক নিষিদ্ধের আইনটি বাস্তবায়নের জন্য ৭৫ দিন বিলম্ব করার হয়।
বিডি প্রতিদিন/নাজমুল