নিকট ভবিষ্যতে কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড় তার কর্মভার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার ব্রুককে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।
গত মাসে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করা ব্রুক ইংল্যান্ডের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই নিয়মিত খেলোয়াড়। তার এই ব্যস্ত সময়সূচিই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকার মূল কারণ।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে খেলাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিছুদিন পেছনে রাখতে পারি। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য কিছু আর্থিক ক্ষতি মেনে নিতেও আমি প্রস্তুত।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্রুক স্পষ্ট করেছেন, যদি বেছে নিতে হয় তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অ্যাশেজ জয়কেই তিনি প্রাধান্য দেবেন। তার ভাষায়, অ্যাশেজ এখনও আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আঙিনা।
যদিও তিনি বিদেশি লিগে খেলবেন না, তবে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আইপিএল থেকে সরে আসার কারণে তাকে দুই বছরের জন্য এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ