নিয়মিত বেশকিছু খেলোয়াড়কে বাদ দিয়েও লিগে ওসাসুনার বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল হান্সি ফ্লিকের দল। এই জয় বা তিন পয়েন্ট বার্সেলোনা কোচকে স্বস্তি দলেও মানসিক শান্তি দিতে পারছে না।
ম্যাচটি ছিল মাসের শুরুর দিকে। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করে লা লিগা কর্তৃপক্ষ। এটা নিয়ে আপত্তি ছিল ক্লাবগুলোর। জাতীয় দলের ম্যাচের ক্লান্তি কাটিয়ে ওঠার আগে মাঠে নামায় চোটাক্রান্ত হওয়ার শঙ্কা থাকে সবসময়ই।
ম্যাচটির সূচি নিয়ে আপত্তি ছিল দুই দলেরই। তবে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে ম্যাচটি খেলতে হয়েছে। এ ম্যাচ চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ওলমো চোটে পড়ার পর তাই ক্ষোভ উগরে দিলেন বার্সেলোনা কোচ। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে।
তিনি বলেন, “যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়।”
বিডি প্রতিদিন/নাজিম