ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা। যদিও আন্তর্জাতিক বিরতির ব্যস্ততার কারণে হ্যান্সি ফ্লিক স্কোয়াডে রাখেননি রাফিনিয়া, আরাউহোর মতো নিয়মিত তারকাদের। তাতেও বার্সার ছন্দে ভাটা পড়েনি।
চলতি মৌসুমে দুই দলের প্রথম দেখায় ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা।
ঘরের মাঠে তাদেরকে উড়িয়ে ভালোভাবেই প্রতিশোধ নিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সার জয়ে গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানদোস্কি।
একাদশ মিনিটে ফেরান তোরেস এগিয়ে নেওয়ার ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে নামা পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি।
ঘরের মাঠে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত অপরাজিত রইল বার্সা। সব মিলিয়ে ১৯ ম্যাচে অপরাজিত।
এই জয়ে ২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০।
আর তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ