দীর্ঘ দশ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে থার্ড ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। ২০১৪ সালে সর্বশেষ সব দলের অংশগ্রহণে তৃতীয় বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ মৌসুম থেকে নতুন উদ্যমে ফিরছে এই প্রতিযোগিতা। আগামী ১০ মার্চ থেকে মাঠে গড়াবে বাছাইপর্বের খেলা।
বাছাইপর্ব শুরুর আগে শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো থার্ড ডিভিশন লিগের উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালক এবং অংশগ্রহণকারী ৬০ দলের অধিনায়ক।
গত এক দশকে কেবল দুই-তিনটি দল নিয়ে থার্ড ডিভিশন বাছাইপর্ব আয়োজন করা হতো। অতিরিক্ত এন্ট্রি ফি থাকার কারণে অনেক দল অংশ নিতে পারেনি। তবে এবার নতুন নিয়মে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি মাঠে গড়াচ্ছে। এতে খেলোয়াড়, সংগঠক ও ক্লাবগুলোর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ৬০টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং বাছাইপর্ব শেষে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
৬০ অধিনায়কের শপথ পাঠ করালেন শান্ত
থার্ড ডিভিশন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ দলের অধিনায়ককে শপথ বাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থিত ছিলেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।
বিডি প্রতিদিন/আশিক