ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। প্রতিযোগিতাটির শতবর্ষ পূর্ণ হবে ২০৩০ সালে। এ উপলক্ষে বিশ্বকাপকে বিশেষভাবে উদযাপন করতে চায় ফিফা। প্রস্তাব উঠেছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশ নেবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হলো মরক্কো, স্পেন ও পর্তুগাল। পাশাপাশি আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে—এই তিন দেশেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। সেবারের ফাইনালে খেলেছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। এছাড়া, প্যারাগুয়ে ছিল প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর একটি। বিশ্বকাপের ১০০ বছর উদযাপনের জন্যই এই তিন দেশে বিশেষ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২ দলের অংশগ্রহণে হয়ে থাকে। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাট বহাল ছিল। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল খেলবে। ওই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বর্ষপূর্তিতে ৬৪ দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এটি চূড়ান্ত হয়নি।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। ফিফা ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করছে। বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় কোল্ডপ্লের বিশেষ পারফরম্যান্সের পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো তিন মহাদেশ ও ছয়টি দেশে অনুষ্ঠিত হবে। আয়োজক না হয়েও আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে তিনটি বিশেষ ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচগুলোর মাধ্যমেই ৮ জুন ২০৩০ বিশ্বকাপ শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই।
বিডি প্রতিদিন/আশিক