অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের তেলেগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। যদিও আগে 'পুষ্পা-২' সিনেমায় তার উপস্থিতির গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তিনি সেখানে ছিলেন না। তবে এবার তিনি অভিনয় করছেন তেলেগু সিনেমা 'রবিনহুড'-এ।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু নায়ক নিতিন। ডেভিড ওয়ার্নারের এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর। ইকোনমিক টাইমসসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়ার্নার এক কোটি রুপি পারিশ্রমিকে এই চরিত্রে অভিনয় করবেন।
ওয়ার্নারের তেলেগু ভাষার প্রতি সম্পর্ক দীর্ঘদিনের। তিনি আইপিএলে সাত মৌসুম ধরে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন এবং হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপাও এসেছে তার হাত ধরেই। যদিও এখন অন্য দলের হয়ে খেলছেন, তবুও তিনি হায়দরাবাদের এক জনপ্রিয় ব্যক্তিত্ব। সেখানে তার উপস্থিতি অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে এবং তেলেগু নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গে তিনি বিজ্ঞাপনেও কাজ করেছেন।
‘রবিনহুড’ সিনেমায় তার উপস্থিতি তার সমর্থকদের জন্য একটি বড় চমক হিসেবে এসেছে। ভারতের দ্য স্টেটসম্যান পত্রিকা জানিয়েছে যে, সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছ থেকে গোপন তথ্য ফাঁস করার জন্য প্রযোজক রবি শংকর ক্ষমা চেয়েছেন।
এই সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২৮ মার্চ।
বিডি প্রতিদিন/মুসা