হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আর একদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তাই চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে অনন্য এক উদ্যোগ নিয়েছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।
দেশটির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু হবে ২ মার্চ নিউজিল্যান্ড-ভারত ম্যাচ থেকে। স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে রোজাদার দর্শকদের ইফতারের ঠিক আগে বিশেষ বক্স দেওয়া হবে। যা দিয়ে দর্শকরা রোজা ভাঙবেন।
দুবাই স্টেডিয়ামে এই রমজানের প্রথম ম্যাচ ছাড়াও ৪ মার্চ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে ফাইনালও একই মাঠে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত